Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ২০০৭ সাল হতে অদ্যাবধি (সেপ্টেম্বর/২০২৩) উন্নয়ন চিত্রের বিবরণ:

অত্র প্রতিষ্ঠানটি ২০০৭ সালে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু সংলগ্ন মহানন্দা নদীর উত্তর পার্শ্বে মনোরম পরিবেশে বারঘরিয়ায় স্থাপিত হয়। ২০০৮ সালে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলেও মূলত: ২০০৯ সালেই এর শতভাগ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

১) ২০১৭ সালের ২৯ এপ্রিল থেকে আগস্ট/২০২৩ সাল পর্যন্ত ৩৯,৮০১ জন বিদেশগামী কর্মীকে প্রাক বহির্গমন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
২) জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সের ১০২ (একশত দুই) জন প্রশিক্ষণার্থী সম্পূর্ণভাবে বিনা খরচে জাপান গিয়েছে এবং কোরিয়া ভাষা প্রশিক্ষণ কোর্সের ২০০ (দুইশত) জন প্রশিক্ষণার্থী বোয়েসেলের মাধ্যমে কোরিয়ায় গিয়েছে।
৩) জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের আওতায় গত ১১ (এগার) বছরে (২০০৯-২০২০) মোট ৬৫১ (ছয়শত একান্ন) জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এর মধ্যে ২৮৬ (দুইশত ছিয়াশি) জনের দেশে-বিদেশে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৪) জেনারেল ইলেকট্রনিক্স ট্রেডের আওতায় গত ১১ (এগার) বছরে (২০০৯-২০২০) মোট ২৬০ (দুইশত ষাট) জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এর মধ্যে ৬২ (বাষট্টি) জনের দেশে-বিদেশে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৫) রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডের আওতায় গত ১১ (এগার) বছরে (২০০৯-২০২০) মোট ২৫৯ (দুইশত উনষাট) জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এর মধ্যে ৬৬ (ছিষট্টি) জনের দেশে-বিদেশে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৬) অটোমোটিভ ট্রেডের আওতায় গত ১১ (এগার) বছরে (২০০৯-২০২০) মোট ৬৩৩ (ছয়শত তেত্রিশ) জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এর মধ্যে ২০৩ (দুইশত তিন) জনের দেশে-বিদেশে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৭) ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ট্রেডের আওতায় গত ১১ (এগার) বছরে (২০০৯-২০২০) মোট ৬১৭ (ছয়শত সতের) জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এর মধ্যে ২০০ (দুইশত) জনের দেশে-বিদেশে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৮) কম্পিউটার অপারেশন ট্রেডের আওতায় গত ১১ (এগার) বছরে (২০০৯-২০২০) মোট ১৫৭২ (এক হাজার পাঁচশত বাহাত্তর) জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এর মধ্যে ৫২৯ (পাঁচশত উনত্রিশ) জনের দেশে-বিদেশে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৯) কম্পিউটার অপারেশন ট্রেডের আওতায় গত ১১ (এগার) বছরে (২০০৯-২০২০) মোট ৮২৩ (আটশত তেইশ) জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এর মধ্যে ২৫৯ (দুইশত উনষাট) জনের দেশে-বিদেশে চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১০) SEIP (সেইপ) প্রকল্পের আওতায় অত্র টিটিসি'র ৩৬৩৩ (তিন হাজার ছয়শত তেত্রিশ) জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এর মধ্যে ২,২৫২ (দুই হাজার দু্ইশত বাহান্ন) জন প্রশিক্ষণার্থীর দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ।
১১) STEP (স্টেপ) প্রকল্পের আওতায় অত্র টিটিসি'র ২৫৯২ (দুই হাজার পাঁচশত বিরানব্বই) জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এর মধ্যে ১,১৬৮ (এক হাজার একশত আটষট্টি) জন প্রশিক্ষণার্থীর দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 ১২) অত্র প্রতিষ্ঠান ২০১৯ সালে চাকরি মেলা আয়োজন করে এবং প্রায় ২০০ (দুইশত) জনেরো অধিক চাকরি প্রার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়।
১৩)  অত্র প্রতিষ্ঠান ২০১৭ সালে চাকরি মেলা আয়োজন করে এবং প্রায় ৫০০ (পাঁচশত) জনেরো অধিক চাকরি প্রার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়।
১৪) অত্র প্রতিষ্ঠান হতে ২০১৫ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সর্বোচ্চ ১৫ (পনের) জনের জিপিএ-৫ অর্জন।
১৫) ২ বছর মেয়াদী এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের আওতায় ২৩৫৪ জন ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৭২০ জনকে দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা  গ্রহণ করা হয়েছে।
১৬) প্রতিষ্ঠানের সম্মুখে ডিজিটাল মেইন গেইট নির্মাণ।
১৭) ৩৪ (চৌত্রিশ) টি সি. সি ক্যামেরা দ্বারা পুরো ক্যাম্পাস মনিটরিং এর আওতায় আনা হয়েছে।
১৮) অধ্যক্ষের কক্ষ এবং টিটিসি'র সম্মেলন কক্ষ সুসজ্জিত এবং আধুনিকায়ন করা হয়েছে।
১৯) ওয়ার্কশপ এবং ক্লাশরুমসমূহে সি.সি ক্যামেরা ও মাল্টিমিডিয়ার সংযোজন করা হয়েছে।
২০) টিটিসি'র সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের দৈনন্দিন হাজিরা ডিজিটাল ফিংগার প্রিন্ট মেশিনের সাহায্যে সম্পন্ন হচ্ছে।
২১) বিদেশগামী কর্মীদের ৩ (তিন) দিনের প্রি-ডিপার্চার প্রশিক্ষণ কক্ষ সুসজ্জিতকরণ করা হয়েছে এবং এই কোর্স সফলভাবে চলমান রয়েছে। এই কোর্সের মাধ্যমে প্রতিমাসে গড়ে প্রায় ৬০০ (ছয়শত) এর অধিক কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
২২) সকল প্রশিক্ষকের NTVQF Level-I, ১১ (এগার) জনের NTVQF Level-IV (Trainer and Assessor) এবং সকল প্রশিক্ষকের প্যাডাগোজী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং ০১(এক) জন প্রশিক্ষকের NSDA এর অধীনে NTVQF Level-IV (Assessor) প্যাডাগোজী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
২৩) ১২ (বার) জন প্রশিক্ষকের বিদেশে (চীন) দক্ষতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং ১(এক) জনের সিংগাপুরে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
২৪) প্রতিষ্ঠানের বাউন্ডারী ওয়ালে কাঁটা তারের বেড়া সংযোজন করা হয়েছে।
২৫) ২০১৮ সালে জাতীয় উন্নয়ন মেলায় জেলায় শ্রেষ্ঠ স্টল নির্বাচনে অত্র টিটিসি'র দ্বিতীয় স্থান অর্জন।
২৬) SEIP (সেইপ) প্রকল্পের আওতায় অত্র টিটিসি'র মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সের ৮(আট) জন প্রশিক্ষণার্থীর সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ এবং ০৭ (সাত) জনের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের জন্য গমনের অপেক্ষায় রয়েছে।

২৭) "একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ” এই স্লোগান-কে সামনে রেখে কারিগিরি শিক্ষাকে আরো এগিয়ে নেয়ার জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রী National Skills Development Authority (NSDA) প্রতিষ্ঠা করেছেন। অত্র প্রতিষ্ঠানটি ২০১৯ সালে NSDA ‌‌'র অনুমোদন লাভ করে।

২৮) সকল ভর্তি এবং সনদায়ন কার্যক্রম AmiProbashi Apps এর মাধ্যমে অনলাইন ভিত্তিক করা হয়েছে।

২৯) AmiProbashi Apps এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের অনলাইনে ভর্তি, সকল সর্ট কোর্সের প্রশিক্ষণ সনদ ডাউনলোড কার্যক্রম ঘরে বসেই সম্পন্ন করে ‘স্মার্ট বাংলাদেশ’ এর সুবিধা গ্রহণ করছে।

৩০) প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান এবং চাকরিদাতাদের সাথে অনলাইন লিংকেজ এর জন্য টিটিসি’র জব পোর্টাল (ওয়েব পেজ) তৈরি করা হয়েছে।

৩১) অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন Skills for Employment Investment Program (SEIP) প্রকল্প কর্তৃক পরিচালিত ৭ (সাত) টি অকুপেশনে বছরে ৬৬০ জন প্রশিক্ষণার্থীকে বিনা মূল্যে প্রশিক্ষণ প্রদানসহ মাসিক ৩৩০০ টাকা বৃত্তিভাতা প্রদানের সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৩২) Bureau of Manpower Employment and Training (BMET) এবং SEIP প্রকল্প কর্তৃক ৪৪০ জন প্রশিক্ষণার্থীকে বিনা মূল্যে উন্নতমানের ৩টি প্রশিক্ষণ গাড়ীর মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান এবং বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থাসহ মাসিক ৩৩০০ টাকা বৃত্তিভাতা প্রদানের সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।