এক নজরে চাঁপাইনবাবগঞ্জ টিটিসি
এক নজরে চাঁপাইনবাবগঞ্জ টিটিসি
চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মহানন্দা নদীর উত্তর পার্শ্বে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন আম্র কাননে মনোরম পরিবেশে অবস্থিত। অত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র আওতাধীন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে বিগত ২০০৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি প্রায় ৩.০০ একর জমির উপর নির্মিত হয়েছে। অত্র কেন্দ্রে ৭টি ট্রেডে ৭টি কোর্সসহ সর্বমোট ২২ টি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৫টি ট্রেড ২ বছর মেয়াদী এস. এস. সি ভোকেশনাল কোর্স। এছাড়া ৭টি ট্রেড সর্ট (নিয়মিত) কোর্স ৬/৩ মাস মেয়াদী ট্রেড কোর্স। বর্তমানে ২ বছর মেয়াদী এস. এস. সি ভোকেশনাল কোর্সে প্রশিক্ষণ বন্ধ রয়েছে।
০২(দুই) বছর মেয়াদী এসএসসি (ভোকেশনাল) ট্রেড/কোর্সসমূহ (বর্তমানে প্রশিক্ষণ বন্ধ রয়েছে):
১। জেনারেল ইলেকট্রনিক্স
২। অটোমোটিভ
৩। ফুড প্রসেসিং এ্যান্ড প্রিজারভেশন
৪। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং
৫। রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং ।
৩/৬ মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী সর্ট কোর্সসমূহ (নিয়মিত/স্ব-নির্ভর):
১। কনজ্যুমার ইলেকট্রনিক্স
২। অটোমোটিভ মেকানিক্স
৩। ফুড প্রসেসিং এ্যান্ড প্রিজারভেশন
৪। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স
৫। রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং
৬। কম্পিউটার অপারেশন এবং
৭। গামের্ন্টস ম্যানুফেকচারিং।
টিটিসিতে পরিচালিত সকল কোর্সসমূহ:
(১) অটোমোটিভ মেকানিক্স,
(২) কনজ্যুমার ইলেকট্রনিক্স,
(৩) ফুড প্রসেসিং এ্যান্ড প্রিজারভেশন,
(৪) ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স,
(৫) কম্পিউটার অপারেশন,
(৬) রেফ্রিজারেশন এ্যান্ড এয়ারকন্ডিশনিং (আর, এসি),
(৭) গামের্ন্টস ম্যানুফেকচারিং,
(৮) সুইং মেশিন অপারেশন,
(৯) মিড লেভেল সুপারভাইজার,
(১০) প্লাম্বিং,
(১১) ম্যাশন,
(১২) স্টীল বাইন্ডিং এন্ড ফেব্রিকেশন,
(১৩) গ্রাফিক ডিজাইন,
(১৪) মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স,
(১৫) হেভী ইকুইপমেন্ট অপারেশন (ক্রেন, ফর্ক লিফট, রোড রোলার),
(১৬) ড্রাইভিং উইথ অটোমেকানিক্স
ভাষা প্রশিক্ষণ কোর্সসমূহ:
(১৭) জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্স,
(১৮) কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স এবং
(১৯) ইংরেজি ভাষা প্রশিক্ষণ কোর্স।
প্রাক-বহির্গমন প্রশিক্ষণ:
(২০) বিদেশগামী কর্মীদের জন্য ৩ (তিন) দিনের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ।
প্রতি বছর এ কেন্দ্র হতে প্রায় ২২৬০ জন বেকার যুবক এবং মহিলা প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পাচ্ছে যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধির বিরাট অবদান রাখবে।